প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মানবিক আশ্রয়স্থল চাই
ভূমিকম্প টের পেয়েছো?
হয়তো ঘুমের ঘর হতে আচমকা জেগে উঠেছো
আত্মরক্ষায় নিজেকে লুকিয়ে রেখেছো কোথায়?
অথচ দেখলে না জানলে না টের পেলে না-
আমার বুকের ভেতর যে প্রতিনিয়ত এমন অগণিত কম্পন হয়!
শুধু আমি নিজেকে লুকানোর জন্য কোন নিরাপদ আশ্রয় খুঁজে পাই না বলেই;
আমি গোপনে, নিরবে বারবার ভেঙেচুরে যাই।
সব শেষে নিজেই নিজেকে গুছিয়ে নিই সব ধংসের পর নতুনত্ব আসবে বলে;
ভেঙে যাওয়া টুকরো টুকরো অনুভূতি সব গুছিয়ে রাখি যত্ন করে।
তবুও কেন জানি ভুল করে চেয়ে বসি আমার নিজের একটা আশ্রয়স্থল হোক;
যার কাছে নিজেকে টুকরো টুকরো করে জমা রাখবো যত্ন করে,
যার কাছে নির্দ্বিধায় বলা যাবে সমস্ত দুঃখবোধ;
যার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেলেই নেমে আসবে শান্তি অতল;
অথচ আমার নিজের কোন মানুষ নেই, আশ্রয়স্থল নেই, কথা বলার মানুষ নেই!
যারা এসেছিলো সবাই নিজেদের কথা নিজেদের দুঃখ বলে-
হুট করে আমার যাবতীয় সুখ লুট করে নিয়ে গেলো শেষে!
তাই এখনও মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে;
তুমি কি আমার হঠাৎ আসা ভূমিকম্পের শেষ আশ্রয়স্থল হবে?
তুমি কি আমার সমস্ত দুঃখবোধ সঞ্চয় করে সুখ সব মুনাফায় ফেরত দিবে?
জানি পৃথিবীর কোন প্রেমিকাই দুঃখবোধ সঞ্চয় করে না।
তবুও আমার খুব করে চাওয়া কেউ একজন থাকুক যে আমার দুঃখবোধ সঞ্চয় রেখে;
ফিরিয়ে দিবে সুখের আবেশ সঙ্গী হবে শেষ মুহূর্ত পর্যন্ত আশ্রয়স্থল হবে কেউ না থাকা সময়গুলোয়।
আমার নিজের একটা নিরাপদ আশ্রয় হবে খুব করে নিজের জন্য একটা মানবিক আশ্রয়স্থল চাই।