প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
পরিবর্তন
মানুষের যা করার কথা সেইতো করে না
করলে যা হবে ক্ষতি সেই কাজে দেয় পা।
গাছপালা কেটে করে পরিবেশের নষ্ট
এভাবেতে চলতে গেলে মানুষেরই কষ্ট।
ছোটখাটো পোশাক পরে দেখায় রূপের জ্যোতি
চক্ষু দিয়ে তাকালে হয় অনেক প্রকার ক্ষতি।
রাজনীতিতে নেই তো এখন আগের মতো নীতি
মুখে মুখে সবাই করে স্বজনপ্রীতি।
নদী-নালা দূষণ করে দখল করে অতি
ভবিষ্যতে আনবে ডেকে অনেক বড় ক্ষতি।
জমির মাটি কেটে করছে পুকুর বাড়ি-ঘর
কৃষিজমি থাকবে না আর কয়েক যুগ পর।
দেশীয় সব খাদ্যগুলো যাচ্ছে হয়ে বিলীন
বর্তমানে চলে আসছে হাইব্রিডের দিন।
মানুষের মাঝে নেই তো মানুষেরই নীতি
সামনে দিয়ে সাধু সাজে পেছনে করে ক্ষতি।
দিনে দিনে অনেক কিছু হয়ে যাচ্ছে কর্তন
মানুষগুলোর আচরণও হচ্ছে পরিবর্তন।