প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা
ব্যবচ্ছেদ

গড়াতে গড়াতে জল
জলের কাছেই যায়, যাবে
জলের সখ্য জলের সাথেই
জলের স্বার্থেই জলশ্রম, জলসেবা
...জলসংবিধান
জলের বৈশিষ্ট্যে মানুষও
স্থলজ জীব দৃশ্যত; তবু
জলের মতোই গড়াতে গড়াতে
দ্বিধাহীন পা বাড়াতে বাড়াতে
প্রোটোকল-বিন্ধ্যবাধা উল্লঙ্ঘন করে
মানুষের কাছেই মানুষ
যেতে পারে না কেন
অ্যানাড্রোমাস মাছের মতো
¯্রােতবিরুদ্ধ মানুষেরাও আজকাল
বড়ই বেমানান, অপ্রাসঙ্গিক
বিপন্ন প্রাণীর মতোই তাঁরাও
হারিয়ে যাচ্ছে হলুদ ফাঁদে
তাহলে কি মানুষেরা নেই
মানুষের ভেতর; মানুষ কি ক্রমশ
হয়ে যাচ্ছে সিকি মানুষ
নাকি এর চেয়ে কম কিছু
ওমহীন, অর্থহীন
মানুষের দুর্বল শেকড়ে
অধিক দুর্বল মানুষই
ওই শেকড়েই কি আটকে আছে
মান-হুঁশ উন্নয়ন প্রকল্প; নাকি
কৃষ্ণবিবরে হারিয়ে গেছে
স্থলসম্পর্কের সত্তর ভাগ হিমোগ্লোবিন?
মুহাম্মদ জাকির হোসেন : কবি, লেখক, প্রথম আলোর সাংবাদিক। মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের
সহকারী অধ্যাপক।