প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:৪৫
মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা সহ দু মাদক কারবারি আটক
উদ্ধার ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, আটক ২ জন মাদক কারবারি

ছবি : মতলব উত্তর উপজেলা থেকে উদ্ধারকৃত মাদকসহ আটক দুই মাদক কারবারি।
মতলব উত্তর উপজেলা হতে তালিকাভুক্ত দু মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
|আরো খবর
রোববার (৬ জুলাই ২০২৫) সন্ধ্যার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. সাব্বির হোসেন (২৮) ও মো. শহিদুল (৪৩) কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত গাঁজা এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ