বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:১৯

কচুয়ায় মোহাম্মদ ইলিয়াছ মিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

মো. আলমগীর তালুকদার।।
কচুয়ায় মোহাম্মদ ইলিয়াছ মিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
কচুয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

কচুয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ ইলিয়াছ মিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ ইলিয়াছ মিয়াকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়া জানান, কাজের স্বীকৃতি ও মূল্যায়ন করে আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এতে আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের লক্ষ্যে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সেভাবেই পাঠদানসহ বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম পরিচালনা করেছি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম সুন্দরভাবে চলছে। আমার এই সাফল্যের জন্যে পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালনা পর্ষদের সকল সদস্য, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।

প্রতিষ্ঠানের সুখ্যাতি ধরে রাখতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মিয়া সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রসঙ্গত, মোহাম্মদ ইলিয়াছ মিয়া ২০১৮ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়