শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৪

ধুলো

তানিয়া রাত্রি
ধুলো

তানিয়া রাত্রি ধুলো

আমাকে স্পর্শ না করার অঙ্গীকার করেছো তুমি?

তাই তো এখন আমি ধুলো হতে চাই

আমি অনেক ভেবে দেখলাম

আসলে আমি কখনো মানুষই ছিলাম না

এখন আমি ধুলো হব

তোমার পায়ের নিচে পড়ে থাকা রদ্দি ধুলো,

কখনো উন্মাদ হাওয়ার সাথে জেগে উঠবো

কখনো ঝড় হয়ে

তোমার চোখে লাফ দিয়ে পড়ব

তুমি আমাকে দু’ পায়ে মাড়াবে?

ওটাই আমি চাই

তাতে করে স্পর্শ না করার

অঙ্গীকার ভঙ্গ হবে তোমার

ধুলো হয়ে যাওয়াটাই ভালো

এই পৃথিবীর সবখানে

আমি ধুলো হয়ে পৌঁছে যাবো

ধুলো হতে চাই আমি

তোমার পায়ের নিচে মাড়িয়ে যাওয়া রদ্দি ধুলো

তোমার নাকে মুখে ঢেকে যাওয়া ধুলো

যেন ধুলোর সাথে তুমি এক হয়ে

মিলেমিশে যেতে বাধ্য হও

ঝড়ের মাঝে আমি ফিরে আসবো বারবার

যখন সব শব্দ ক্ষীণ হয়ে আসবে

ঝড়ের শো শো শব্দে আমায় পাবে

যে কথা না বলেও বলেছি

তাই শুনতে পাবে

পৃথিবীতে আরেকজন তূমি নেই কেন?

মেশিন

পৃথিবীতে আজ আর কোনো শান্তি নেই

মনে রাখবার মতো কোনো হৃদয়ও আর নেই!

নিজেকে প্রমাণ করতে গিয়ে মানুষ আরো বিশৃঙ্খল!

কেবলই আহত আর মৃতেরা পড়ে আছে!

এছাড়া আর কোনো জননীতি নেই!

টিকে থাকতে হলে সময়ের সাথে ভেসে যেতে হয়!

যে সময় সকলের তরে নয়Ñ

পঙ্গপালের মতো মানুষ চড়ে বেড়ায়

আবার ঝড়েও যায়!

এই পৃথিবী ধৃষ্ট শতাব্দীর

মানুষের নয়!

তবু হৃদয় হয়ে সে রয়ে গেছে আজও!

আজও তার অস্তিত্ব পৃথিবীতে রয়ে গেছে!

আমার প্রাণের চাইতেও বেশি

প্রচারিত হয়েছে বলে

সেই সময়ও ব্যথিত সময় হয়ে গেছে!

চারদিকে মেশিন আর মেশিনের মতো সব ঈশ্বর! কী করে নিজের মানবকে খুঁজে পাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়