প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০২
খবর হয় না
খায়রুল আলম

খায়রুল আলম খবর হয় না
আবাদি জমিতে দ্বিতল বাড়ি,
থাকার কোন মানুষ নাই।
রাস্তায় ঘুমায় শত মানুষ,
থাকার কোনো জায়গা নাই।
সেসব খবর হয় না,
দেশটাকে লুটে খায়, ছোটো-বড়ো হায় না।স্বর্ণের দাম দ্বিগুণ হলো,
ডলারের দাম দ্বিগুণ ছুঁই ছুঁই,
পাঁচ টাকার চা দশ টাকা,
দশ টাকার ঝাল মুড়ি বিশ টাকা।
সেসব খবর হয় না,
দেশটাকে লুটে খায়, ছোটো-বড়ো হায় না।ধনীরা ধনী হবে,
কর ফাঁকির পথ খুঁজে,
গরিবরা গরিব হবে
ট্যাক্স দেবে আঙুল গুণে।
সেসব খবর হয় না,
দেশটাকে লুটে খায়, ছোটো-বড়ো হায় না।








