বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩০

এ সপ্তাহের লেখক

শৈশবে পাঠ্যবইয়ে কবিদের লেখা পড়ে আমার লেখার আগ্রহ জাগে

জাহাঙ্গীর আলম হৃদয়
শৈশবে পাঠ্যবইয়ে কবিদের লেখা পড়ে আমার লেখার আগ্রহ জাগে

কোন্ বিষয় আপনাকে লেখক হতে উদ্বুদ্ধ করেছে?

প্রাইমারি স্কুল থেকে যখন দেখতাম বিভিন্ন পত্রিকায় প্রয়াত সাংবাদিক এবিএম মুসা, কলামিস্ট আবুল মোমেন, নাট্যকার ও উপন্যাসিক ইমদাদুল হক মিলন, প্রয়াত আব্দুল্লাহ আল মামুন, প্রয়াত হুমায়ূন আহমেদ তাঁরা বই লিখে যথেষ্ট নাম কুড়িয়েছেন এবং তাঁদের লেখাগুলো মানুষ পড়ছে। পাশাপাশি সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লীকবি জসীমউদ্দীন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ অনেক কবির পাঠ্যবইয়ে লেখা পড়ে ভালো লাগা থেকেই আমার লেখার আগ্রহ জেগেছে।

সম্প্রতি কী কী বিষয় নিয়ে লিখছেন?

আসলে দূরপ্রবাসে কর্মে ফাঁকে প্রবাসীদের সুখ-দুঃখ গল্প, কবিতা, ফেলে আসা স্মৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখছি।

আপনার বইয়ের পুনঃমুদ্রণ হচ্ছে। এ বইয়ের বিষয়বস্তু কী?

২০২০ সালে প্রকাশিত আমার লেখা ‘স্মৃতি সমাহার’ বইটির দ্বিতীয় বারের মতো ২০২৬ সালের ২১ বইমেলায় পুনঃমুদ্রণ হিসেবে ছিন্নপত্র প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে। সেখানে পুরাতন গল্পের পাশাপাশি নতুন করে কিছু গল্প সংযোজিত হয়েছে দেশ এবং প্রবাসের কিছু বিষয়বস্তু নিয়ে।

সর্বশেষ কী বই পড়েছেন?

কাজী নজরুল ইসলাম ও চাঁদপুর বইটি পড়েছি।

লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?

লেখালেখি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা বলতে আমার যখন যে বিষয় মাথায় আসে সমসাময়িক সে বিষয় নিয়ে আমি লিখার চেষ্টা করি থাকি। ইতিমধ্যে আমার লেখা পাঁচটি বই একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে আগামীতেও নতুন আঙ্গিকে বই করার ইচ্ছে রয়েছে।

অবসর সময়ে কী করেন?

প্রবাসে কাজের ফাঁকে অবসর সময়ে বই পড়ার চেষ্টা করি, প্রবাসে বিভিন্ন জেলার অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি, সাংস্কৃতিক সংগঠক হিসেবে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারে সপ্তাহে একদিন সাংস্কৃতিক চর্চা মঞ্চ নাটকে অভিনয় করে থাকি, গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার মধ্য দিয়েই অবসরে আমার সময়গুলো কাটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়