প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:৫৬
প্রবন্ধ ও কবিতা সংগ্রহ : বিশ্লেষণ ও অনুভবের পাঠ

একটি বই। অথচ তার ধারা দুটি। একটি পথ প্রাবন্ধিকের। অন্যটি কবির। বইয়ের নাম ‘প্রবন্ধ ও কবিতা সংগ্রহ’ (২০২৫)। লেখক গাজী গিয়াস উদ্দিন (জন্ম. ১৯৬০)। আশির দশক থেকে তিনি কবিতা লিখছেন। এখনও তঁার সাহিত্যযাত্রা অব্যাহত রয়েছে। সাহিত্য সংগঠক ও সাংবাদিক হিসেবে নিজ জেলা লক্ষ্মীপুরে তঁার সুনাম রয়েছে।
তঁার ‘প্রবন্ধ ও কবিতা সংগ্রহ’ বইটি পাঠে পাঠক একদিকে বিশ্লেষণাত্মক প্রবন্ধের স্বাদ পাবেন। অন্যদিকে পাবেন নিখাদ কবিতা পাঠের আনন্দ। সবমিলিয়ে লেখাগুলো সময়ের হৃৎস্পন্দন, সমাজের টানাপোড়েন আর সাহিত্যের নানারূপ বিষয়ক আলোচনা।
বইটির প্রথম অংশে রয়েছে চিন্তা, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে ১৭টি প্রবন্ধ। প্রবন্ধগুলোতে লেখকের কাব্যজগৎ, মার্কসের দর্শন, উত্তরাধুনিক কবিতা এবং লক্ষ্মীপুর জেলা সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে পর্যবেক্ষণ উপস্থাপিত হয়েছে। তিনি আলো ফেলেছেন বাংলা লোকগানে, উপন্যাস বিশ্লেষণে এবং ভাষা আন্দোলনের মতো বিষয়ে। সব মিলিয়ে বিষয় বৈচিত্রে পূর্ণ তঁার প্রবন্ধগুলো।
দ্বিতীয় পর্বে, প্রবন্ধের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ রূপ নেয় হৃদয়ের অনুভবে। গ্রন্থভুক্ত ২৪টি কবিতা আমাদের নিয়ে যায় প্রেম, দুঃখ, দর্শন ও আশার জগতে। ‘দুটো চোখ একটি হৃদয়’, ‘মেঘ বাৎসায়ন’ কিংবা ‘স্মৃতি-ছল’সহ নানা কবিতায় ধরা পড়ে এক অভিজ্ঞ, পরিণত কবির প্রেম, বিরহ, চিন্তা ও সমাজভাবনা। তঁার কবিতার কিছু কিছু বাক্য অসাধারণ। যেমন : ‘আত্ম প্রবঞ্চনার অসহায় প্রহরে’ কবিতায় গাজী গিয়াস উদ্দিন লিখেছেন : ‘দেহ-পঁচা মাটির উমে-উষ্ণতায়/চমৎকার মিশে যাবো আমি’। এ কবিতাটি প্রেম ও মৃত্যুচিন্তা নিয়ে লিখিত।
‘প্রবন্ধ ও কবিতা সংগ্রহ’ বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। ১৪৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন লুব্ধক রহমান। মূল্য ৩৫০ টাকা।