বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৮

কচুয়ায় তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

মো. নাছির উদ্দিন
কচুয়ায় তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈকত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল আলীম লিটন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, একাডেমিক সুপার ভাইজার কে এম সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী এই কৃষি মেলায় শাকসবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষণ, ফলবাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজি উৎপাদন বিষয়ক প্রদর্শন ও বিভিন্ন খাদ্যপণ্য তৈরিসহ ১২টি স্টল দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়