প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৩
চাঁদপুর সদরে উপজেলা কৃষি মেলার উদ্বোধন
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। সদর উপজেলা পরিষদের ব্যবস্থাপনা ও সদর কৃষি অফিসের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) ফাহমিদা হক ও পরিচালনায় ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান আবিদা সুলতানা, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীসহ কৃষি মেলা সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলায় আয়োজিত ১০টি স্টল পরিদর্শন করেন।
মেলা উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। সদর উপজেলা পরিষদ থেকে র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয় । উপজেলা পরিষদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে। মেলাকে প্রাণবন্ত করতে সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।