প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৫
মতলবে ২৯৩ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১১৩টি ও মতলব উত্তর উপজেলায় ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তৃতীয় পর্যায়ের প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষা বন্ধ রেখেছেন বলে খবর পাওয়া গেছে।
|আরো খবর
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) মতলব দক্ষিণ উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হলেও দ্বিতীয় শিফটে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। মতলব উত্তরের কয়েকটি বিদ্যালয় ব্যতীত সবকটি বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ ছিল।
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো. সবুজ মিয়া বলেন, বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এভাবে পরীক্ষা বন্ধ এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। অতি দ্রুত বিষয়টি মীমাংসা করা উচিত।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা বলেন, সারা বছর লেখাপড়া করেছি। এখন পরীক্ষা দিতে পারি না। কী হচ্ছে কিছুই বুঝি না। আমরা যেনো পরীক্ষা দিতে পারি সেই ব্যবস্থা করার অনুরোধ করছি।মতলব উত্তর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, মতলব উত্তরে কয়েকটি বিদ্যালয় ব্যতীত সবকটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় পর্যায়ের প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক) পরীক্ষা বন্ধ ছিলো। এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সূত্র : দেশ রূপান্তর।








