বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৫২

লাইসিয়াম কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ

স্টাফ রিপোর্টার।।
লাইসিয়াম কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) পুরাণবাজার আমজাদ আলী রোডে অবস্থিত, ২০০০ সালে প্রতিষ্ঠিত লাইসিয়াম কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০২৫ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক নিশাত আনজুম ঐশী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহসান, সিনিয়র শিক্ষক শম্ভুনাথ নন্দী, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিস, পুরাণবাজার মার্চেন্টস একাডেমির সিনিয়র শিক্ষক কার্তিক পাল। আরো উপস্থিত ছিলেন লাইসিয়াম কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক শিবানী বসু, সহকারী শিক্ষক পলাশী দাস, মুজিবুন নাহার সুমি, তানিয়া আক্তার, বিথী মজুমদার, নিহা দত্ত, আবদুল গাফফার, লিটন ধর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইসিয়াম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মো. ফজলুর রহমান রুবেল। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন মিজান চৌধুরী বাড়ির বাইতুল হাফিজ জামে মসজিদের ইমাম মাওলানা মুদাচ্ছের আলী।

বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফজলুর রহমান রুবেল বলেন, আজকে একটি বিশেষ দিন। কারণ, আমরা আমাদের প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় জানাতে সবাই একত্রিত হয়েছি। এটি একটি আনন্দের দিন। তোমরা এক ধাপ এগিয়ে যাচ্ছো, আবার একই সাথে এটি একটি আবেগঘন মুহূর্ত। তোমাদের বিদায় আমাদের জন্য কষ্টদায়ক। আমি সবসময় তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করি।

মিলাদ ও দোয়ার পরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন উপহার দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়