মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪

মেধাবী শিক্ষার্থীকে চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের শিক্ষা বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।।
মেধাবী শিক্ষার্থীকে চিটাগাং ইম্পেরিয়াল রোটারী ক্লাবের   শিক্ষা বৃত্তি প্রদান

রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের ২৬১ তম নিয়মিত পাক্ষিক সভা শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ নুরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রোটারী বেসিক এডুকেশন লিটারেসি মাস উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি (চুয়েট)-এর একজন মেধাবী শিক্ষার্থীকে টিউশন ফি প্রদানের জন্যে আর্থিক সহায়তা প্রদান করা হয় রোটারিয়ান পিপি প্রদুৎ কুমার সাহার সহযোগিতায়। কার্যক্রম পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আব্দুর রহিম মানিক। অনান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব চিটাগং এংকর সিটি চিটাগাংয়ের রোটারিয়ান সিপি ইব্রাহিম হাসান, রোটারী ক্লাব অব চিটাগাং এনসিয়েন্ট চিটাগাং-এর প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অজয় চন্দ্র বর্মন প্রমুখ। বক্তব্য রাখেন রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু সহ অন্য সদস্যরা। বক্তারা বলেন, বেসিক এডুকেশন লিটারসি এমন একটি উপহার, যা জ্ঞান অর্জনের জন্যে বিশ্বে একটি পার্থক্য তৈরি করতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়