সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০

আইদি বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে বলাখালে হতাহত ৬

কামরুজ্জামান টুটুল
আইদি বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে বলাখালে  হতাহত ৬

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী আইদি পরিবহনের একটি বাস ও সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে জোৎস্না বেগম (৫০) নামে এক নারী নিহত ও অপর ৫ যাত্রী আহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বকুলতলা সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। জ্যোৎস্না বেগম হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের হাজী বাড়ির মমতাজ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন : বাকিলা ইউনিয়নের বাকিলা গ্রামের পলাশের স্ত্রী রিয়া বেগম (২৫), একই ইউনিয়নের সন্না গ্রামের বাহারের ছেলে হৃদয় হোসেন (২৮) ও মাঈনুদ্দিনের স্ত্রী রেহানা বেগম (২২), বড়কুল পশ্চিম ইউনিয়নের মৃত আব্দুল জলিলের ছেলে বিল্লাল হোসেন (৩০) ও বড়কুল পূর্ব ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে মো. ইউসুফ হোসেন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ বাজারমুখী সিএনজি অটোরিকশা ও চাঁদপুরমুখী আইদি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক জ্যোৎস্না বেগমকে মৃত ঘোষণা করেন এবং সিএনজি চালকসহ আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে কুমিল্লা মেডিকলে কলেজ হাসপাতালে রেফার করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, আমরা জ্যোৎস্না বেগমকে মৃত অবস্থায় পেয়েছি। অর্থাৎ হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহত জ্যোৎস্না বেগমের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত আইদি পরিবহনের গাড়ির নম্বর সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়