সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬

জেলা প্রশাসক কাপ ফুটবলে সেমি-ফাইনালে ফরিদগঞ্জ

মঙ্গলবার খেলবে হাইমচর ও শাহরাস্তি উপজেলা

অনলাইন ডেস্ক
জেলা প্রশাসক কাপ ফুটবলে সেমি-ফাইনালে ফরিদগঞ্জ

চাঁদপুুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মতলব দক্ষিণের সাথে ২-১ গোলে জয়লাভ করে সেমি-ফাইনালে উঠলো ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দল। জেলা প্রশাসন ও চাঁদপুুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) মাঠে নামবে হাইমচর ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলা দল স্থানীয় ফুটবলারদের নিয়ে মাঠে খেলতে নামে। খেলা শুরু হওয়ার ৬ মিনিটের সময়ে মতলব দক্ষিণের সোহেল রানার দর্শনীয় গোলে দলকে এগিয়ে নিয়ে যায় ১-০ ব্যবধানে। এর ১ মিনিট পরেই পাল্টা আক্রমণের মাধ্যমে ফরিদগঞ্জের তরিকুল গোল করে দলকে নিয়ে যান সমতায়। প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে বৃষ্টি বিঘ্নিত মাঠে দুদলই ভালো খেলা উপহার দেয় দর্শকদের। খেলার মাঝামাঝি সময়ে মতলব দক্ষিণের ডি-বক্সের জটলার মধ্যে ফরিদগঞ্জের পুষ্প গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ২-১ গোলে। রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত ফরিদগঞ্জ জয়লাভ করে মাঠ ছাড়ে। খেলাশেষে ফরিদগঞ্জের তরিকুল ইসলামের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমসহ ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

দুদলে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন : ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা-মারুফ, রাহিম, আনন্দ, উদয়, রবিউল, ইয়াসিন, আবু বক্কর, শাহাদাত, তরিকুল, মোশারফ ও সোহেল। মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা-উদয়, আরিফ লিমন, শাওন, মামুন, সাগর, রতন, আরমান, সাঈদ, দুর্জয় ও সোহেল রানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়