প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭:২৮
নিজের বাল্য বিয়ে ঠেকাতে শিক্ষার্থীর সাহসী পদক্ষেপে আমরা আশান্বিত মেয়েদের এভাবেই এগিয়ে আসতে হবে ......... ইউএনও সুলতানা রাজিয়া

ফরিদগঞ্জে একজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিজের বাল্য বিয়ে ঠেকাতে পরিবারের বিরুদ্ধে গিয়ে যেই সাহসী পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই। একই সাথে বলতে হয়, মেয়েদের নিজেদের রক্ষা করতে হলে এভাবে এগিয়ে আসতে হবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তবেই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। ফরিদগঞ্জের কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীর সচেতনতা আমাদের কাছে একটি উদহারণ। এই উদহারণকে আরো এগিয়ে দিয়েছেন গণমাধ্যমকর্মীরা। তারা এই বাল্য বিয়ে ঠেকানোর বিষয়ে যেভাবে কাজ করেছেন তা প্রশংসনীয়।
|আরো খবর
বুধবার (৩০ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এ কথা বলেন। তিনি বলেন, মাদক আমাদের একটি বড়ো সমস্যা । আজকের সভায় মাদক বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে, আশা করছি আমরা সকলে মিলে এই বিষয়ে কাজ করে সফল হবো। এছাড়া কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা এসব সামাজিক সমস্যা দূর করতে হলে সকলের সম্মিলতি প্রচেষ্টা লাগবে।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, শাহজাহান পাটওয়ারী, মহসীন হোসেন, শাহ আলম শেখ, শাহজাহান বিএসসি প্রমুখ।