প্রকাশ : ১০ মে ২০২৫, ১৭:৫১
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতলব সফর

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ১০ মে ২০২৫ (শনিবার) মতলব দক্ষিণ উপজেলায় পারিবারিক সফরে আসেন। সফরের শুরুতেই তিনি ঢাকিরগাঁও গ্রামের রিয়াজুল জান্নাত কবরস্থানে গমন করেন এবং সেখানে তাঁর দাদা মরহুম ডা. আজিজ চৌধুরী ও দাদী মরহুমা হাজেরা আজিজের কবর জিয়ারত করেন।
|আরো খবর
সকাল সাড়ে ৮টার দিকে কবর জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কবর জিয়ারত শেষে আশিক চৌধুরী তাঁর দাদা-দাদীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তিনি উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পারিবারিক ও এলাকাভিত্তিক নানা বিষয়ে খোঁজখবর নেন।
স্থানীয় জনগণও তাঁর সফরে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এই সফরকে আন্তরিকভাবে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতা করবেন।