শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৭:০৭

মিলেনি পুলিশের চুরি হওয়া পিস্তল ও গুলি

চোরের সন্ধানে ওসির পুরস্কার ঘোষণা

ফরিদগঞ্জ ব্যুরো
মিলেনি পুলিশের চুরি হওয়া পিস্তল ও গুলি

ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনার ৫দিনেও তা উদ্ধার হয়নি। তবে সিসিটিভি ফুটেজে দুজনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই দুজনসহ এই ঘটনার সাথে জড়িত চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম। শনিবার (১০ মে ২০২৫) স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত সোমবার (৫ মে ২০২৫) ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থ তলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার (ফ্লাটের) তালা ভেঙ্গে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পরবর্তীতে থানার আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ পুরস্কার দেওয়া হবে।তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়