শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৭:৫৬

মতলব দক্ষিণে ভুট্টার বস্তায় স্বর্ণালংকার!

ফেসবুকে পোস্ট দিয়ে প্রকৃত মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
মতলব দক্ষিণে ভুট্টার বস্তায় স্বর্ণালংকার!

বাড়ি থেকে এক বস্তা ভুট্টার দানা এনে শাহ আলম নামের এক ভুট্টা ব্যবসায়ীর কাছে বিক্রি করেন কৃষক আলী আহম্মদ মোল্লা। কিছুক্ষণ পর ব্যবসায়ী বস্তা খুলে ভুট্টার দানার সঙ্গে একটি সোনার হার, কানের দুল ও হাতের আংটি দেখতে পান। ব্যবসায়ী ভুট্টা বিক্রেতাকে চিনতে না পারায় স্বর্ণালংকারের মালিক খুঁজতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

খবর পেয়ে উপযুক্ত প্রমাণ নিয়ে ব্যবসায়ীর কাছে আসেন ওই কৃষক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ওই কৃষকের হাতে তাঁর স্বর্ণালংকার তুলে দেন ওই ব্যবসায়ী। শুক্রবার (৯ মে ২০২৫) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা সদরের কফি হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষক আলী আহম্মদ মোল্লার বাড়ি উপজেলার উদ্দমদী গ্রামে। আর ভুট্টা ব্যবসায়ী শাহ আলমের বাড়ি উপজেলা সদরের কফি হাউস এলাকায়।

কৃষক আলী আহম্মদ মোল্লা বলেন, তাঁর স্ত্রী খুব অসুস্থ। ক্যানসারে আক্রান্ত। অসাবধানতাবশত তিনি তাঁর দেড় ভরি ওজনের সোনার হার, ছয় আনা ওজনের একটি দুল ও দুই আনা ওজনের একটি আংটি ভুট্টার দানাভর্তি বস্তায় রাখেন। বস্তাটি বসতঘরে রাখা ছিল। বিষয়টি তিনি জানতেন না। জরুরি প্রয়োজনে শুক্রবার দুপুরে ওই বস্তাভর্তি ভুট্টার দানা কফি হাউস এলাকার ব্যবসায়ী শাহ আলমের কাছে বিক্রি করেন। বাড়ি গিয়ে ফেসবুক খুলে জানতে পারেন, ওই বস্তায় স্বর্ণালংকারগুলো রাখা ছিলো। ভুট্টা ব্যবসায়ী প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে চান। এর মধ্যে তাঁর স্ত্রী তাঁকে ভুট্টার বস্তায় স্বর্ণালংকার রাখার কথা জানান। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যবসায়ীর কাছে যান। উপযুক্ত প্রমাণ পাওয়ার পর ওই ব্যবসায়ী তাঁর কাছে এসব স্বর্ণালংকার ফিরিয়ে দেন। ওই ব্যবসায়ীর সততার জন্য তিনি তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভুট্টা ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি স্বস্তিবোধ করছেন। এতে তাঁর মনও হালকা লাগছে। অন্যের স্বর্ণালংকারের লোভ করেননি। দায়িত্ববোধ থেকেই স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ওই কৃষককে স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তি। এমদাদ হোসেন খান বলেন, ওই ভুট্টা ব্যবসায়ী কৃষককে তাঁর স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে যে বদান্যতার পরিচয় দিয়েছেন, তা উজ্জ্বল দৃষ্টান্ত। এ জন্যে তিনি প্রশংসিত হওয়ার দাবি রাখেন। সূত্র : প্রথম আলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়