প্রকাশ : ১০ মে ২০২৫, ২১:৫৭
চাঁদপুরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিদ্যমান ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা ইনস্টিটিউটের অভ্যন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের একমাত্র দাবি : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ( ডিগ্রি পাস কোর্স) করা হোক। শনিবার (১১ মে ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি।
|আরো খবর
এ সময় তারা জানান, দেশের সকল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সাধারণ ও ইন্টার্ন শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ ক্লাস, পরীক্ষা এবং ক্লিনিক্যাল প্র্যাক্টিস বর্জন করে যৌক্তিক এক দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। যার মূল লক্ষ্য হলো, এই কোর্স দুটিকে স্নাতক সমমান কোর্স লিখিত আকারে স্বীকৃতি প্রদান। এ আন্দোলন দেশের সকল ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলন। এ দাবির পক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ। এই দাবি বাস্তবায়িত হলে নার্সিং মানোন্নয়নসহ পেশাগত মর্যাদা রক্ষা নিশ্চিত হবে।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ইকবাল হাসান, বায়েজিদ শিকদার ও জাজবি মাহমুদ।