প্রকাশ : ০৯ মে ২০২৫, ২৩:৫৯
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ছাত্র-জনতার বিক্ষোভ

শাপলা চত্বর, পিলখানা এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজ শেষে ছাত্র-জনতার আয়োজনে শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে শপথ চত্বর থেকে মিছিলটি বের হয়।
|আরো খবর
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অঙ্গীকারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিগত ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী কায়েম ব্যবস্থার কথা তুলে ধরে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। যা ১৬ বছরের দুঃশাসন পাশাপাশি ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ ১৬ বছরের স্বৈরশাসনে বিনা বিচারে হাজার হাজার মানুষকে নির্যাতন, নিপীড়ন এবং হত্যা ও গুম-খুন করেছে। তারা সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত করেছে শাপলা চত্বর, পিলখানা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের রাজপথে। কাজেই এই দলটিকে নিষিদ্ধ না করা হলে সকল শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।
চাঁদপুরে জুলাই বিপ্লবের অন্যতম সারথী মোহাম্মদ তামিম খানের সভাপতিত্বে এবং মো. জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূর আলম, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল, চাঁদপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুদ্দিন হিসাম ও সৈয়দ সাকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর শাখার জয়েন সেক্রেটারি ফারুক নোয়াইম, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার প্রচার সম্পাদক মুফতি আবু ইউসুফ হামিদীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ চাঁদপুরের সর্বস্তরের তৌহিদি ছাত্র-জনতা।