রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ২০:৪৪

ফরিদগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন

একজন শিক্ষক শুধুমাত্র একটি প্রতিষ্ঠানেরই শিক্ষক নন, একটি সমাজেরও শিক্ষক

.......শিরিন সুলতানা

ফরিদগঞ্জ প্রতিনিধি।।
একজন শিক্ষক শুধুমাত্র একটি প্রতিষ্ঠানেরই শিক্ষক নন, একটি সমাজেরও শিক্ষক
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফরিদগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা।

'মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি' এই স্লোগানে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপজেলাব্যাপী চিত্রাংকন এবং হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (১০ মে ২০২৫) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা অফিসার ওয়ালী উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এম মনিরুল হক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন, কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, ফরিদগঞ্জে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা খুব সুন্দরভাবে তাদের ক্লাসরুমগুলো সাজিয়েছেন। প্রধান শিক্ষক না থাকলেও অন্যান্য শিক্ষক সুন্দরভাবে ক্লাস চালিয়ে নেন। এটা তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। আমি যদি দূর থেকে এসে আপনাদের এলাকাকে আপন করে নিতে পারি, তাহলে আপনারা কেনো পারবেন না? সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হলে আজকের শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্যে প্রধান শিক্ষকদের অযথা উপজেলায় ভিড় না করে স্কুলে সময় দিতে হবে। আমি যদি অফিস টাইমের বাইরে এক ঘন্টা অতিরিক্ত সময় দিতে পারি, আপনারা কেনো পারবেন না। অফিসিয়াল কাজের জন্যে স্কুল ছুটির পর আসবেন অথবা ফাইল রেখে যাবেন, আমি কাজ সম্পন্ন করে রাখবো। মনে রাখবেন, শিক্ষকদের অনেক কিছু পরিহার করে চলতে হবে; অনেক কিছু অর্জন করতে হবে। এমন জীবন গড়বেন যাতে করে শিক্ষার্থীরা আপনাদের আইডল মনে করে, আপনাদের মতো জীবন গড়ার স্বপ্ন দেখে। একজন শিক্ষক শুধুমাত্র একটি প্রতিষ্ঠানেরই শিক্ষক নন, তিনি একটি সমাজেরও শিক্ষক। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়