শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৮:২৫

চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজনে প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক
চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজনে প্রস্তুতি সভা

চাঁদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, আমরা ৩ দিনব্যাপী এই মেলার আয়োজন করবো। মেলাতে প্রজেক্ট প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, সেমিনারসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হবে। আশা করছি মেলাটি সুন্দর ও সার্থক হবে। টেকনিক্যাল হাই স্কুল এন্ড কলেজে ১৭মে সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং ১৯মে কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হবে।

৩দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলাতে যেন ছাত্র-ছাত্রীরা আসে সেজন্যে উদ্যোগ নিতে হবে। জেলাতে অনেক ভালো কমিটি হয়, তন্মধ্যে এটি অন্যতম ভাল

কমিটি।

তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকেই অফিসিয়ালি বিজ্ঞান ক্লাব গঠন করেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব করার কথা বলা হয়েছে। তাই আপনারা আপনাদের প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব গঠন করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়