প্রকাশ : ০৯ মে ২০২৫, ২৩:৩৯
হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনের ইন্তেকাল

হাজীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বিএসসি (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। শুক্রবার (৯ মে ২০২৫) বাদ জুমা হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তানসহ বহু সহযোদ্ধা, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা ঐতিহ্যবাহী গাজী বাড়ির সন্তান।
|আরো খবর
এদিন বাদ এশা স্থানীয় নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয় ও জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা দিয়ে মরহুমের মৃতদেহ ঢেকে দেয়া হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন বিএসসি স্থানীয় রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীতে বিএসসি শিক্ষক হিসেবে বহু আগে অবসরগ্রহণ করেন। এছাড়া তিনি রামচন্দ্রপুর বাজারস্থ কাশেমাবাদ ফাজিল মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। আমৃত্যু তিনি বীর মুক্তিযোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট কাজ করে গেছেন। এছাড়া তিনি বহু সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে ছিলেন।