রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৮:১১

পুরানবাজারে আইএফআইসি ব্যাংকের উদ্বোধন

ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস : ডাঃ জে আর ওয়াদুদ টিপু

বিমল চৌধুরী
ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস : ডাঃ জে আর ওয়াদুদ টিপু

বাণিজ্য বন্দর নামে খ্যাত চাঁদপুর পুরাণবাজারে উদ্বোধন করা হয়েছে বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক শাখার। উৎসবমুখর পরিবেশে ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর পুরানবাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মার্কেটের দ্বিতীয়তালায় ফিতা কেটে ব্যাংকটির আনুষ্টানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট শল্য চিকিৎসক জেলা আওয়ামী লীগ চাঁদপুরের সহসভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস। বাণিজ্যিক বন্দর হিসেবে চাঁদপুর পুরানবাজারের অনেক খ্যাতি রয়েছে। পাইকারী ব্যবসা কেন্দ্র হিসাবে এখনো বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ীগন এখানে ছুটে আসেন। তাদের চাহিদা পুরনে ব্যাংকটি কাঙ্খিত লক্ষ পুরনে কাজ করতে সক্ষম হবেন। দেশের উন্নয়নসহ ব্যাবসায়িক সফলতার কারনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি ব্যাংকটি সে ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন। তিনি ব্যবসায়ীসহ সাধারন মানুষকে আস্বস্থ্য করে বলেন আপনারা হতাশ হবেন না। ডাঃ দীপুমনি নদীভাঙ্গন প্রতিরোধসহ চাঁদপুরের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। নদীভাঙ্গন প্রতিরোধে ব্যাপক প্রকল্প গ্রহন করা হয়েছে। আশাকরি এ বছরেই আমরা তা বাস্তবায়নে ভাঙ্গন প্রতিরোধে কাজ করতে পারবো। চাঁদপুরের উন্নয়নসহ বেকার সমষ্যা দুরীকরনে আপনাদের অনেক ভূমিকা রয়েছে। আশা করি দেশের উন্নয়নে অর্থনৈতিক চাকা সচল রাখতে আপনারা আরো বেশী করে বিনিয়োগে সক্ষম হবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দনিক চাঁদপুর বিনির্মানের রুপকার চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ- সভাপতি তমাল কুমার ঘোষ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার উজ্জল মজুমদার। অনুষ্টান পারিচালনা করেন ব্যাংক কর্মকর্তা মোঃ আরিফ হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইউব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সন্তোষ চন্দ্র দাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর কাউন্সিলর আঃ মালেক শেখ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা, ব্যবসায়ী আলহাজ্ব নাজমুল পাটওয়ারী, আলহাজ্ব স্বপন পাটওয়ারী, সন্জীত পোদ্দার, শাহাদাৎ হোসেন, জাকির হোসেন খান শিপন, মিজানুর রহমান খান বাদল প্রমুখ। পুরানবাজারে লোনপ্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোর অনিহা দুর হবে কিনা জানতে চেয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ী রেজওয়ানুর রহমান রিজু পাটওয়ারী।

উল্লেখ্য, ১৯৮৩ সালে বেসরকারী ব্যাংক হিসেবে আইএফআইসি ব্যাংক সর্বপ্রথম যাত্রা শুরু করেন। বর্তমানে দেশের বিভিন্নস্থানে তাদের শাখা কার্যক্রম চালু রয়েছে। কোন খরচ ব্যাতীত দেশের সকল স্থানে এই ব্যাংকের মাধ্যমে অনলাইন সেবা পাওয়া যাবে বলে ব্যাংক কর্মকর্তারা জানান। গ্রাহক সুবিধার কথা চিন্তা করে ব্যাংকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে। যা গ্রাহকগন কোন রকম ঝামেলা ছাড়াই গ্রহন করতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়