প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১৮:৩৬
চাঁদপুরে চলছে কোরবানির কাঁচা চামড়া সংগ্রহ ও বেচাকেনা
পবিত্র ঈদুল আযহার নামাজের পর পশু কোরবানি শুরু হয় চাঁদপুর শহরের পাড়া- মহল্লার অলিগলিসহ জেলা উপজেলার সর্বত্র। এরপর পশুর শরীর থেকে চামড়া আলাদা করা হয়। দুপুরের মধ্যে মাংস কুটাকাটা বিতরণ শেষ করা হয়।এর পর পরই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা নেমে পড়েন মাদ্রাসা ও এতিমখানার জন্য দানকৃত কোরবানির পশুর চামড়া সংগ্রহের।
|আরো খবর
সেই চামড়া মৌসুমি ব্যবসায়ীরা কিনে চাঁদপুর শহরের পালে বাজারসহ বিভিন্ন স্থানে সংরক্ষণ করছেন। অনেকে ট্রাক বোঝাই করে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছে।
১৭ জুন সোমবার ঈদের দিন সরজমিনে দেখা যায় পুরানবাজার ব্রিজের গোড়ায়
দুপুরে পর থেকে স্থানীয় জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার চামড়াগুলো এখানকার এক জায়গায় রেখে রাজধানীতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষক মুফতি ইলিয়াস ফরিদী জানান, আল্লাহর রহমতে এবার ৮শ'র উপরে তারা এবার কুরবানীর পশুর চামড়া বিনামূল্যে পেয়েছেন। সেই চামড়াগুলো এখন ঢাকা পাঠাচ্ছেন। ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন।
স্থানীয় চামড়া ব্যবসায়ীরা জানান, সোমবার ১৭ জুন দুপুর ১২টার পর চাঁদপুর শহর এলাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া ট্রাক-ভ্যানে করে পাল বাজার ব্রীজের গোঁড়াসহ অন্যান্য জায়গায় নিয়ে আসছেন মাদ্রাসার লোকজন এবং মৌসুমী ব্যবসায়ীরা। তারা বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে প্রথমে এখানে আনছেন পরে সেগুলো ঢাকায় নিয়ে যাবেন।
আড়তদার জানান, চলতি বছর সরকার ঢাকাতে লবণযুক্ত চামড়া ৫০ থেকে ৫৫ টাকা বর্গফুট নির্ধারণ করেছে। এখন যেসব চামড়া আসছে সেটা লবণ ছাড়া, সেজন্য এ চামড়ার দাম প্রতি ফুট লবণযুক্ত চামড়া থেকে কম দামে কিনতে হচ্ছে।