প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৮
এফবিসিসিআইয়ের পরিচালক হওয়ায় শাহাবুদ্দিন অনুকে চাঁদপুর চেম্বারের সংবর্ধনা
দেশের ব্যবসায় খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নতুন কমিটিতে অন্যতম পরিচালক নির্বাচিত হওয়ায় প্যাসিফিক এসোসিয়েট লিঃ এমডি ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক শাহাবুদ্দিন অনুকে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে এগারোটার সময় পুরানবাজার চেম্বার ভবনে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে এফবিসিসিআই’র নব নির্বাচিত পরিচালক শাহাবুদ্দিন অনুকে চাঁদপুর চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়,সহ সভাপতি তমাল কুমার ঘোষ, রোটারিয়ান হাফিজ আহমেদ বিপ্লব,চেম্বার পরিচালক সালাহউদ্দিন মোঃ বাবর,অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, মাইনুল ইসলাম কিশোর,আমিনুর রহমান বাবুল,রেজওয়ানুর রহমান রিজু,হযরত আলী,গোপাল সাহা,পরেশ মালাকার প্রমুখ।
এসময় শাহাবুদ্দিন অনুর জ্যেষ্ঠ পুত্র মোঃ ফারাজ শাহাবুদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে চাঁদপুর চেম্বারের নতুন কনফারেন্স রুমের উদ্বোধন করেন সংবর্ধিত অতিথি।
উল্লেখ্য, চাঁদপুরের কৃর্তি সন্তান দেশের স্বনামধন্য আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দিন অনু চাঁদপুর চেম্বারের প্রতিনিধি হয়ে ২০২৪-২০২৫ মেয়াদে এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হয়েছেন।