প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪
জ্বালানি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি -ক্রেতারা বিপাকে
একমাস পূর্বে জ্বালানি গ্যাস সিলিন্ডারের দাম কমলে ও বর্তমানে বৃদ্ধি পাওয়ায় সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার প্রতিটি দোকানে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা।তাদের একজন দৈনিক স্বল্প আয়ের উপার্জনক্ষম শ্রমজীবী অটোরিকশা চালক হাবিব,এ প্রতিনিধিকে জানান,তিনি একজন অটো রিক্সা চালক অটো রিকশা চালিয়ে তার সংসার চলে ।তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে অটোরিকশা চালানোর কাজে ঘর হতে বের হন ।এ কারণে তার সহধর্মিনী সকালের নাস্তা তৈরি করতে ব্যবহার করেন গ্যাসের চুল্লি।এতে অল্প সময়ে নাস্তা তৈরি করতে সুবিধা তিনিও তাড়াতাড়ি নাস্তা করে সকালে কর্মক্ষেত্রে বের হতে পারেন। শুধুমাত্র সকালের নাস্তা তৈরি করতে একটি গ্যাস সিলিন্ডার প্রায় এক মাস ব্যবহার করা যায়। গত মাসে যে গ্যাস সিলিন্ডারটি কিনেছিলেন তা প্রায় শেষ হওয়ার পথে।তিনি আরো জানান, যে হারে অটোরিকশা রাস্তায় চলাচল করে। সে হারে যাত্রী না থাকায় তাদের আয় কমে গেছে।গ্যাস সিলিন্ডার দাম বৃদ্ধি পেয়েছে বলে তিনি শুনেছেন।বৃদ্ধি দামে গ্যাসসিলিন্ডার কেনা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি হতাশ। যেভাবে গ্যাস সিলিন্ডার দাম বাড়ছে ভবিষ্যতে গ্যাস সিলিন্ডার বাদ দিয়ে বনজ গাছের খড়ি দিয়ে মাটির চুল্লিতে রেধে রান্নার কাজ সমাপ্ত করতে হবে আমাদের মত নিম্ন আয়ের হত দরিদ্রদের।
|আরো খবর
গত মাসে যে গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছিল ১২০০ টাকা তা বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। গ্যাস সিলিন্ডার বিক্রেতা আলিফ দেওয়ান জানান, গ্যাস সিলিন্ডারে দাম বৃদ্ধি পাওয়ায় তাদের বেশি দামেগ্যাস সিলিন্ডার বিক্রি করতে হচ্ছে।
তিনি আরো জানান, দাম কম থাকলে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পায়।তারাও চান গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে থাকুক।