শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৯:৩১

লকডাউনের পর জমে উঠেনি ঐতিহ্যবাহী নারায়ণপুর গরুর বাজার

মুহাম্মদ আরিফ বিল্লাহ
লকডাউনের পর জমে উঠেনি ঐতিহ্যবাহী নারায়ণপুর গরুর বাজার

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর গরুর বাজার জমে উঠেনি বলে জানালেন গরুর ব্যবসায়ীবৃন্দ। প্রতি রবিবার গরুর হাট বসলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার গরু বেচাকেনার জন্য হাট বসে। সকাল থেকেই বাজারে বিভিন্ন আকারের রঙের গরু উঠে। তবে বেচাকেনা কম। বাজার কর্তৃপক্ষ জানায়, আজ ১৫ জুলাই নারায়ণপুর গরুর বাজারে একটি গরু সর্বোচ্চ ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

গরু বিক্রেতা মো. সুরুজ মিয়া জানান, আমি সখ করে ষাঁড় গরু লালনপালন করি। গরুটির দাম চাই ১ লক্ষ ৬০ হাজার টাকা। তবে ক্রেতা আশানুরূপ দাম বলতেছে না। তিনি আরও বলেন, এখনো সময় আছে, তাই কেউ গরু কিনছে না। আবার গরু ক্রয় করলে তার খাবারের ঝামেলা থাকে। মানুষ তাই দাম হাতে রেখে দিচ্ছে।

নারায়ণপুর গরুর হাট ঘুরে দেখা গেছে বাজার কর্তৃপক্ষ স্বাস্থ্য বিধি সম্পর্কে মাইকে সচেতন করছে। সেনিটাইজারের ব্যবস্থা রেখেছেন বাজার কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের মাঝে সচেতনতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়