রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ১৮:৩৩

মতলবে ৫৬লিটার সয়াবিন তেল জব্দ : ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ৫৬লিটার সয়াবিন তেল জব্দ : ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

মতলব সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লিটার অবৈধ সয়াবিন তেল জব্ধ ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৫ মার্চ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া এ জরিমানা করেন।

জানা যায়, ওই মতলব সদর বাজারের হাজী নসু স্টোরকে ২হাজার, নারায়ন স্টোরকে ২হাজার, সুনিল চন্দ্র ঘোষের দোকানে ৩হাজার, রেজাউল করিমের দোকানে ৩হাজার এবং ফয়েজ স্টোরে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখার কারণে একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় বাজার মার্কেটিং অফিসারসহ মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়