শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১৩:১১

শাহরাস্তিতে জাতীয় বীমা দিবস পালিত

বীমার মাধ্যমে জনগণকে সুরক্ষিত রাখতে হবে : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

মোঃ মঈনুল ইসলাম কাজল
বীমার মাধ্যমে জনগণকে সুরক্ষিত রাখতে হবে : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে, এই প্রতিবাদ্ধ বিষয় নিয়ে সারাদেশের ন্যায় শাহরাস্তিতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১মার্চ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম টেলি কনফারেন্সে বলেন, বীমায় জনগণকে সম্পৃক্ত করতে ব্যপক প্রচার প্রচারণা চালাতে হবে। বীমার মাধ্যমে জনগণকে সুরক্ষিত রাখতে হবে। উন্নত বিশ্বে বীমা অপরিহার্য কিন্তু সেই তুলনায় আমার এগিয়ে যেতে পারিনি। জনগণের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান। আরো বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ কাজী তাওহিদুল ইসলাম, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ এনামুল হক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইনচার্জ জামাল হোসেন। আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়