প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৩:৫০
শাহরাস্তিতে জাতীয় সমবায় দিবস পালিত
নারীদের পিছনে ফেলে কোনো জাতি এগিয়ে যাওয়া সম্ভব নয় : রেজওয়ানা চৌধুরী
'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় শাহরাস্তিতে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
|আরো খবর
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খানের সভাপতিত্বে ও পরিসংখ্যান তদন্তকারী খলিলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায়ীদের মধ্যে নারীদের উপস্থিতি আরো বাড়াতে হবে। কোনো কাজেই নারীরা পিছিয়ে নেই। নারীদের পেছনে ফেলে কোনো জাতির এগিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, আমরা ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পার্শ্ববর্তী উপজেলার ওপর নির্ভরশীল। সমবায়ীদের উদ্যোগ নিতে হবে যেন শাহরাস্তিতে একটি ব্যবসা বাণিজ্যের সেন্টার গড়ে উঠতে পারে। তিনি বলেন, সমবায়কে আরো গতিশীল করতে হবে। ছোট ছোট সমস্যা সমাধান করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সভায় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জামায়াতের আমির মোঃ মোস্তফা কামাল প্রমুখ।