শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৬

নারায়ণ ঘোষ হত্যা

৩ দিনেও কুল কিনারা পায়নি পুলিশ

গোলাম মোস্তফা
৩ দিনেও কুল কিনারা পায়নি পুলিশ

গত ১৬ সেপ্টেম্বর চাঁদপুর শহরের দধি ও মিষ্টান্ন ব্যবসায়ী নারায়ণ ঘোষকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো কুল কিনারা পায়নি চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

ঘটনার দিন রাতে নিহত নারায়ণ ঘোষের ছোট ছেলে রাজীব ঘোষ রাজু বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে সেলুন কর্মচারী রাজু নামীয় আসামি করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজন উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে ঘাতক রাজুকে আটকের জন্য মরিয়া হয়ে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এমনকি ঘটনার বেশ কিছু আলামতও উদ্ধার করে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ বিপনীবাগ বাজারের নাইট গার্ড ইসমাইল, ঘাতক রাজু'র স্ত্রী শিউলি, তার বড় ভাই ও দোকান মালিক কৃষ্ণাকে জিজ্ঞাসাবাদ করেছে। দফায় দফায় বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের সাথে কথা বলেন এবং পুলিশ হত্যার রহস্য উদঘাটনে বেশ কিছু অবলম্বন গ্রহণ করেও এ বিষয়ে গত ৩ দিনেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেননি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড অপারেশন মোঃ এনামুল হকের সাথে কথা হলে, তিনি বলেন ঘটনার পর থেকেই মামলার নামীয় আসামি রাজুকে আটকের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, জেলা পুলিশের উধ্বতন কর্মকর্তা মহোদয়দের পরামর্শে মামলার গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হবো এবং তা' আপনাদের সামনে দ্রুত সময়ের মধ্যে উপস্হাপনে সক্ষম হবো। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজী হননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়