মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:২৪

মৌলভীবাজারের বাউরঘড়িয়ায় এ বছর হচ্ছে না তাহেরীর তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন

সালেহ আহমদ (স'লিপক)।।
মৌলভীবাজারের বাউরঘড়িয়ায় এ বছর হচ্ছে না তাহেরীর তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন

মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাউরঘড়িয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসী স্মরণে তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলন ২০২৬ এ বছর আর অনুষ্ঠিত হচ্ছে না।

আয়োজকদের বরাতে জানা যায়, আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আসর পর্যন্ত দিনব্যাপী আয়োজিত তাজদারে মদিনা সুন্নী মহাসম্মেলনে এ বছর প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ায় কিছুদিন পূর্বে তাঁর সমস্ত প্রোগ্রাম স্থগিত ঘোষণা করেন।

এ ব্যাপারে আয়োজক কমিটি আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী হুজুরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আসতে পারে বলে আমার সমস্ত প্রোগ্রাম স্থগিত করে দিয়েছি। ইনশাআল্লাহ, নির্বাচন পরবর্তী প্রোগ্রামগুলো আবার করে নিবো।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরবর্তীতে তাহেরী হুজুরের সাথে যোগাযোগ করে নতুন তারিখ নির্ধারিত হলে এ বছর সম্মেলন হবে। নতুবা এ বছর না করে আগামী বছর আমরা আমাদের প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়