প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৩৩
রায়পুরে সুপারি চুরির অপবাদে দিনমজুরকে গাছে বেঁধে গণপিটুনি

লক্ষ্মীপুরের রায়পুরে সুপারি চুরির অপবাদ দিয়ে দিনমজুরকে প্রকাশ্যে রশি দিয়ে বেঁধে ইট ও লাঠি দ্বারা পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে রায়পুর ইউনিয়নের নর্দমা নামক স্থানে। আহত জহিরুল ইসলাম রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
|আরো খবর
আহত জহিরুল ইসলাম (৩৫) রায়পুরের চরমোহনা ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের চৌধুরী বাড়ির সবিউল্যাহের ছেলে।
রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) হাসপাতালে চিকিৎসাধীন আহত জহিরুল জানান, চরমোহনা গ্রামের বিল্লালের জমির পাশে অন্যের কাছ থেকে আমি কিছু জমি নিয়ে বর্গাচাষ করি। ক্ষেতের আইল নিয়ে বিল্লালের সাথে আমার কথা কাটাকাটি হয়। এতে ক্ষোভে সুযোগ বুঝে আমার ওপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয়। শনিবার ভোরবেলায় আমি রায়পুর ইউনিয়নের চৌধুরীবাড়ি সংলগ্ন বাবুল নার্সারির সামনে ১৩টি খেজুর গাছ কাটছিলাম। এ সময় নর্দমা নামক স্থানে ডেকে এনে সুপারি চুরির অপবাদ দিয়ে আওয়ামী লীগের কর্মী বাবুল তার পরিচিত জামায়াতে ইসলামীর ক'জন কর্মীকে দিয়ে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে ইট ও লাঠি দিয়ে জখম করে। চিৎকার করলে বলে, ‘কোনো কথা বলবি না, তুই সুপারি চুরি করলি ক্যান।’ এ সময় চিৎকার দিলে আরও বেদম মারধর করে।
জহিরের ভাই রহিম হোসেন বলেন, খবর শুনে এসে দেখি বড়ো ভাইয়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ইটের আঘাত রয়েছে। তাকে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা অসহায় দিনমজুর বড়ো ভাইয়ের নির্যাতনকারীদের বিচার দাবি করছি।
অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, সুপারি চুরির সন্দেহে তাদের আটক করি। পরে লাঠি দিয়ে দুবার আঘাত করলে জহিরুল ইসলাম সুপারি চুরির কথা স্বীকার করে তা ফেরত দেবে বলে।
রায়পুর থানার ওসি মো. শাহিন বলেন, আহত জহিরের স্ত্রী ও ভাই অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।








