মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭

শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, বাবাকে গ্রেপ্তার

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, বাবাকে গ্রেপ্তার
ক্যাপশন মাদকাসক্ত ছেলে আহাদের লাশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঞ্চল্যকর এক ঘটনায় মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছেন অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বাবা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জোর দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র জানায়, নিহত অহাদ (২৮) দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িয়ে পড়ে পরিবারের জন্য দুর্ভোগ সৃষ্টি করছিল। তার বাবা আবুল হোসেন (৭০) একসময় বন বিভাগে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর তিনি একমাত্র ছেলে অহাদকে নিয়ে বসবাস করছিলেন। চার মেয়ের সবাই বিয়ে হয়ে যাওয়ায় ওই বাড়িতে বাবা-ছেলের বসবাসই চলছিল।

কিন্তু অহাদের মাদকাসক্ত জীবন বাবার জন্য অসহনীয় হয়ে ওঠে। নিয়মিত টাকার জন্য বাবাকে মারধর, আসবাবপত্র বিক্রি, এমনকি প্রতিবেশীদের কাছেও হয়রানি করতে থাকেন তিনি। বিষয়টি সহ্য করতে না পেরে দুই সপ্তাহ আগে আবুল হোসেন থানায় লিখিত অভিযোগও করেছিলেন।

সোমবার সকালে অহাদ বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে ছুরি হাতে বাবার উপর হামলা চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে আবুল হোসেন ছেলেকে ধস্তাধস্তির মধ্যে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই অহাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আবুল হোসেন ছেলের মরদেহের পাশেই নির্বাক হয়ে বসে ছিলেন। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রতিবেশী সুমন খান বলেন, “আবুল হোসেন অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। কিন্তু ছেলের কারণে তিনি এলাকায় মুখ দেখাতে পারতেন না। অহাদ মাদকের টাকার জন্য প্রায়ই তাকে মারধর করত। অনেকবার বুঝিয়েছি, কিন্তু অহাদ কারো কথা শুনত না।”

অন্যদিকে আবুল হোসেনের চার মেয়ে থানায় এসে জানান, “আমাদের ভাই অহাদের কারণে বাবা বহুদিন ধরে ভুগেছেন। তিনি যে কষ্ট সহ্য করেছেন, তা আমরা জানি। বাবা ইচ্ছে করে এমনটা করেননি, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। আমরা চাই, বাবাকে যেন আর কোনো কষ্ট পেতে না হয়।”

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত অহাদের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মাদকের অভিশাপ একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। প্রতিবেশীরা দাবি করেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ঘটনা শুধু একটি পরিবারের নয়, গোটা সমাজের জন্য সতর্কবার্তা। মাদক যদি পরিবারে প্রবেশ করে, তবে তা কেবল একজন নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়