শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৬

নৌকার ওপর গাছ পড়ে জেলে নিখোঁজ

অনলাইন ডেস্ক
নৌকার ওপর গাছ পড়ে জেলে নিখোঁজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নৌকার ওপর গাছ পড়ে সজিব জলদাস (২১) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মুছাপুর রেগুলেটর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে সজিব জল দাস মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জলদ্দন জলদাসের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আমির হোসেন বলেন, সজিব জলদাস আরেকজন জেলেকে নিয়ে ছোট একটা নৌকায় মুছাপুর রেগুলেটর এলাকার কিনারা দিয়ে যাচ্ছিলেন। এ সময় নদী ভাঙনের কারণে একটি ঝাউগাছ তাদের নৌকার ওপর পড়লে নৌকাটি তলিয়ে যায়। তারপর থেকে খোঁজাখুঁজি করেও তার খবর পাওয়া যায়নি ।

ছেলেকে না পেয়ে নদীর কিনারায় কান্নায় ভেঙে পড়েন বাবা জলদ্দন জলদাস। তিনি ঢাকা পোস্টকে বলেন, বাবা কই গেলি রে। কেন তুই আগে আসলিনা। আমার মানিকরে আপনারা আইনা দেন। ছেলে আমারে রাইখা তলায়ে যাইতে পারে না। আমি তার মায়েরে কি জবাব দিবো রে? আমার মানিক কই রে?

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ প্রেরণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতা নেওয়া হচ্ছে। আসলে নদী ভাঙন ও স্রোত থাকায় এমন ঘটনা ঘটেছে। আমরা উদ্ধারে স্থানীয়দেরও সহযোগিতা নিচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়