শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২০:৩৫

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভা

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে

-----অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের  বিরুদ্ধে  মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার বলেছেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ রানা দাশ গুপ্তের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এ মামলা প্রত্যাহার না করলে সারাদেশের সনাতনীরা কঠোর আন্দোলনে মাঠে নামবে। ঐক্য পরিষদ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। তৃণমূলের সনাতনীরা ঐক্যবদ্ধ রয়েছে। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশি, বাংলাদেশে আমাদের জন্ম, আমাদের সম-অধিকার রয়েছে, এ অধিকার নিয়েই আমরা বাঁচতে চাই। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার হিন্দুদের বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা হয়েছে। এ হামলা বন্ধ করতে হবে। এ ঘটনার সাথে জড়িত দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া দুর্গোৎসবে বিজয়ার সম্মিলনীর সবাইকে শুভেচ্ছা জানান তিনি। ১৮ অক্টোবর শুক্রবার সকালে চাঁদপুর অযাচক আশ্রমে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই বিজয়া সম্মিলনী ও বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। চাঁদপুর পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ ভাস্কর দাস ও জেলা যুব ঐক্য পরিষদে আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জয়রাম রায়, সাংগঠনিক সম্পাদক সুশীল সাহা, দপ্তর সম্পাদক গৌতম পোদ্দার, চাঁদপুর সদর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মতলব উত্তর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাধে শ্যাম সাহা চান্দু বাবু, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ পরেশ পাল, সাধারণ সম্পাদক হিতেশ শর্মা, হাইমচর উপজেলার সভাপতি অজয় মজুমদার, কচুয়ার সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, মতলব দক্ষিণের সভাপতি গনেশ ভৌমিক, পৌর আহ্বায়ক পিন্টু সাহা, যুগ্ম আহ্বায়ক উৎপল চন্দ, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সনাতনী ছাত্র জনতার নেত্রী তিথি রাণী, সনাতনী ছাত্র জনতার আহ্বায়ক কানাই দে, শাহরাস্তি উপজেলার সভাপতি কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাধু, হাজীগঞ্জের অ্যাডঃ সুমন সাহা, নির্মল পাল, অ্যাডঃ প্রভাস সাহা প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা ও সদস্য সচিব আশিষ মজুমদার। সভায় ৮টি উপজেলায় সংগঠনকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা করার সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়