রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭

গোয়াল ঘরে সাপের দংশনে নারীর মৃত্যু

কামরুজ্জামান টুটুল
গোয়াল ঘরে সাপের দংশনে নারীর মৃত্যু

গোয়ালঘর পরিষ্কার করতে গৃহকর্ত্রী পারভীন (৪৫) যান গোয়ালঘরে। কাজের খেয়ালে থাকা নারীর পায়ে বিষধর সাপে ছোবল মারে। সাপ চলে যাবার সময় তা ঐ নারীর নজরে আসে। সাথে সাথে চিৎকার শুরু করেন তিনি। বাড়ির লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গত শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাতে ঘটনাটি ঘটে। নিহত নারী হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পশ্চিম দেবপুর গ্রামের খান বাড়ির মো. মিজানুর রহমান খানের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী

স্থানীয়দের সূত্রে জানা যায়, এদিন দুপুরে গোয়ালঘর পরিষ্কার করছিলেন গৃহবধূ পারভীন বেগম। এ সময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন এসে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে পারভীন বেগমকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এদিন বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাবিব রেপারী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই মারা যাওয়া নারীর লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়