প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১
শ্রীনগরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদা মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসপালিত হয়েছে।
|আরো খবর
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। ভোরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনারে পুষ্প স্তবকঅর্পণ, র্যালি, আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি দফতরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নির্মিত করে টানানো হয়। মসজিদগুলিতে শহীদদের জন্য বিশেষ মোনাজাত,অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রার্থনার আয়োজন করা হয়।