শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ১২:১৮

বালিয়া ইউপিতে শান্তিপুর্ণ অবস্থানে চলছে ভোটগ্রহণ, তবে উপস্থিতি কম

বিমল চৌধুরী
বালিয়া ইউপিতে শান্তিপুর্ণ অবস্থানে চলছে ভোটগ্রহণ, তবে উপস্থিতি কম

দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদে দ্বিতীয়ধাপে ১১ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় রয়েছে ৯টি ইউনিয়ন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ পর্ব। চাঁদপুর সদরউপজেলায় অনুষ্ঠিত হওয়া ৯টি ইউপি নির্বাচনে ১ লক্ষ ৫৭ হাজার ৩শ’ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

দেশের বিভিন্ন স্থানের ন্যায় সকাল ৮ থেকে শুরু হয়েছে চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ইউনিয়নের ২৬ হাজার ৫শ’ ৫২ জন ভোটার তাদের ভোট প্রদানের মাধ্যমে ১ জন চেয়ারম্যানসহ ৯ জন মেম্বার ও ৩ জন মহিলা মেম্বার নির্বাচিত করবেন। সে লক্ষ্যে ভোটাররা ভোট শুরু হওয়া সময় থেকে ধাপে ধাপে ভোট কেন্দ্রে আসছেন। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। কোথায়ও ভোট দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষার লাইন চোখে না পড়লেও ভোট কেন্দ্রের পরিবেশ ছিল খুবই শান্তিপুর্ণ, কেন্দ্রের বাইরে সমর্থকদের হৈ হুল্লোর থাকলেও ভোট কেন্দ্রে তা চোখে পড়েনি। ভিতরের পরিবেশ ছিল খুবই শান্ত।

সকাল ১১ টা পর্যন্ত দেখা গেছে মহিলা ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা অনেকটা বেশী। তবে ভোটগ্রহনের দীর্ঘ ৩ ঘন্টার চিত্রে দেখা যায় ভোটারের উপস্থিতি খুবই কম। ভোট গ্রহনের অতিবাহিত সময়ে কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সাথে আলাপকালে ভোটের চলমান পরিস্থিতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে কয়েকজন প্রার্থী শেষ পর্যন্ত এমন সুন্দর পরিবেশ থাকবে কিনা তা নিয়ে আশঙ্গা প্রকাশ করেন। আইন শৃঙ্গলা বাহিনীর তৎপরতা রয়েছে চোথে পড়ার মত। তবে টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ২ নং ও ৯ নং কেন্দ্রের ভোট গ্রহন কার্যক্রমে তার প্রতিদ্বন্ধী প্রার্থীর বিরুদ্বে অভিযোগ আনেন। তিনি বলেন সুস্ট ভোটাধিকার সম্পন্নে যা ফলাফল হবে তিনি তাহাই মেনে নিতে প্রস্তুত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়