মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:২০

রঘুনাথপুর কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
রঘুনাথপুর কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রঘুনাথপুর কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মুরাদ হোসেন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ। সহকারী শিক্ষিকা পারভিন আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রঘুনাথপুর কেজি স্কুলের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খান, হুমায়ুন কবির খান প্রমুখ। স্কুলের সহকারী শিক্ষিকা সাদিয়া আফ্রিন মনি, জান্নাত আক্তার, মারিয়া জাহান তানহা, রাফাত নেওয়াজ রীচি, আসমা আক্তার, সাথী আক্তার, মরিয়ম আক্তার সুইটি, হারুনুর রশিদ প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মুরাদ খান বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা যে শিক্ষা নিয়ে যাচ্ছ, আশা করবো যে প্রতিষ্ঠানেই যাও না কেন তোমাদের এই লেখাপড়ার ধারাবাহিকতা ধরে রেখে তোমাদের প্রাণের প্রতিষ্ঠান রঘুনাথপুর কেজি স্কুলের সম্মান অক্ষুণ্ন রাখতে সবসময় সচেষ্ট থাকবে। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের দোয়া তোমাদের সাথে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা দোয়া করি তোমরা সকলে উচ্চতর সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষার জন্যে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়