প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১:৩৪
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডে মাদক-চুরিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশ
অপরাধের নতুন মাত্রা আর দেখতে চাই না
........অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর আয়োজনে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই অপরাধ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে চেয়ারম্যানঘাটা জিটি রোড কাউন্সিলর কার্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে অঞ্চল-৬-এর ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার এস আই স্বপন, চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজাউল করিম খান মানিক ও সাধারণ সম্পাদক মো. আল-আমিন খান, অঞ্চলের উপদেষ্টা মো. আমিনুল হক বেপারী, বিষ্ণুদী উত্তর মহল্লা কমিটির সভাপতি মো. ওমর ফারুক, টেকনিক্যাল মহল্লার সভাপতি মো. ইউনুছ মিজি, ব্যাংক কলোনি মহল্লার সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ ও সদস্য মো. শাহাদাত হোসেন, জিটি রোড মহল্লার সহ-সভাপতি মো. মিজানুর রহমান শাহীন ডাক্তার ও কোষাধ্যক্ষ মো. কামরুল ইসলাম পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ বেপারী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।








