শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৩

মতলব সদরের অটোবাইক-মিশুক শ্রমিকদের বিক্ষোভ, ইউএনওর সান্ত্বনা

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলব সদরের অটোবাইক-মিশুক শ্রমিকদের বিক্ষোভ, ইউএনওর সান্ত্বনা
মতলবে অটোবাইক ও মিশুক শ্রমিকদের বিক্ষোভ। পাশে বক্তব্য রাখছেন ইউএনও আমজাদ হোসেন।

মতলব পৌর এলাকার অটোবাইক ও মিশুক শ্রমিকদের বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুরে স্থানীয় বাইপাস রোড পানির টাংকি, রিক্সা স্ট্যান্ড ও ম্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

অটোবাইক, মিশুকের লাইসেন্স ও নবায়ন ফি নিয়ে পৌর কর্মচারীদের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। শ্রমিকরা এ নিয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে আসেন। এ সময় ইউএনও মো. আমজাদ হোসেন তাদের সাথে কথা বলেন এবং তাদের নেতৃস্থানীয় লোকদের নিয়ে তাঁর কার্যালয়ে আলোচনা করেন। শ্রমিকদের দাবি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। পৌর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সুষ্ঠু ও সঠিকভাবে করার জন্যে কাজ করছি। শ্রমিকদের স্বার্থে পৌর প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়