প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২০:০৭
উপজেলায় সেরা হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ
এইচএসসিতে পাসের হার ৫৭, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।। ফেল সহস্রাধিক

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলাতে পাসের হার ৫৭.৩০। উপজেলার ৯ টি কলেজের মধ্যে ৩টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন, বাকি ৬ কলেজ থেকে একজনও জিপিএ-৫ পায়নি। উপজেলা থেকে এবার ২ হাজার ৯ শ' ৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১ হাজার ৬শ' ৬৪ জন। ফেল করেছে ১ হাজার ২ শ' ২৪ জন। হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ৩১ জন জিপিএ-৫ পেয়েছে ও প্রতিষ্ঠানটির পাসের হার ৬৯.৫৫। ফলাফলে উপজেলার শীর্ষে অবস্থান করেছে কলেজটি।
|আরো খবর
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে ১ হাজার ৩শ' ৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯শ' ৬৪ জন, পাসের হার ৬৯.৫৫, ফেল করেছে ৪শ' ২২ জন । হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৭শ' ৫৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩শ' ৭৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন, পাসের হার ৫০, ফেল করেছে ৩শ' ৭৭ জন। নাসিরকোর্ট শহীদ স্মৃতি কলেজ থেকে ১শ' ৩৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬২ জন, পাসের হার ৪৫.৯৩, ফেল করেছে ৭৩ জন, প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ ৫ পায়নি। বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ থেকে ৮৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৯ জন, পাসের হার ২১.৫৯, ফেল করেছে ৬৯ জন, প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। দেশগাঁও ডিগ্রি কলেজ থেকে ১শ' ১৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৬ জন, পাসের হার ৩৯.৬৬, ফেল করেছে ৭৬ জন, প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ থেকে ১শ' ২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৪ জন, পাসের হার ৩৪, ফেল করেছে ৮৫ জন। প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। কাঁকৈরতলা জনতা কলেজ থেকে ১শ' ১৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭৬ জন, পাসের হার ৬৬ জন, ফেল করেছে ৩৯ জন, প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে ১শ' ২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫০ জন,পাসের হার ৩৯, ফেল করেছে ৭৯ জন, প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি। হাজীগঞ্জ আইডিয়েল কলেজ অব এডুকেশন থেকে ৫২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬ জন, পাসের হার ৫০, ফেল করেছে ২৬ জন, প্রতিষ্ঠানটি থেকে কেউ জিপিএ-৫ পায়নি।