শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২৩:০৮

মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর জেলা বধির কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান

সালেহ আহমদ (স'লিপক)।।
মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর জেলা বধির কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান

মৌলভীবাজার জেলা বধির/শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতে এবং ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে জেলা বধির কল্যাণ সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করে।

মৌলভীবাজার জেলায় অসংখ্য যোগ্য মত সহায়তা অনুদান পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে উল্লেখ করে তাদের আর্থ সামাজিক পুনর্বাসনের লক্ষ্য ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিত করতে (১) সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখণ্ড সরকারি ভূমি বরাদ্দ প্রদান, (২) ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের জন্যে আর্থ কর্মসংস্থান পুনর্বাসন, আর্থিক সাহায্য ও আবাসন নির্মাণ প্রদান, (৩) সকল বধিরের জন্যে সামাজিক পূর্ণ নিরাপত্তা ও সার্বিক সাহায্য সহযোগিতাকরণ এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্যে আইনগত সেবা প্রদান, (৪) ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় হতে সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ প্রদান, (৫) সকল বধিরের জন্যে যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহন হাফ ভাড়া ব্যবস্থাগ্রহণ, (৬) সকল বধিরের জন্যে ক্ষুদ্র কুটিরশিল্প স্থাপনে তফসিলী ব্যাংক হতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান এবং (৭) জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন ও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা প্রদান বর্ণিত ৭ দফা দাবি আদায়ে জেলা প্রশাসককে বিষয়টি সুবিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।

জেলা বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল হক স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রদানকালে সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়