প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২২:৪৭
র্যাবের অভিযানে সাড়ে ৪৪ কেজি গাঁজাসহ ৩জন গ্রেফতার

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ৮টায় র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পৃথক অপর একটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নোয়াগাঁও এলাকা হতে ৫০ বোতল স্কাফ ও ৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
|আরো খবর
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. আরিফ (২৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মো. রশিদের ছেলে, মো. রনি (২৮) ফেণী জেলার সদর থানার লালপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মো. ঈমান হোসেন (৫৯) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পাথুলিয়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। র্যাব-১১-এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযানদ্বয় পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।