প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২২:৫২
মৌলভীবাজারে এডাবের সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

মৌলভীবাজারে অ্যাসোশিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) এর মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় আব্দা বহুমুখী যুব সংঘের হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
এডাবের জেলা সভাপতি এস এ হামিদ ও সাধারণ সম্পাদক পরিতোষ দেবের সঞ্চালনায় সভায় জেলার ১০টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক পরিতোষ দেব। এ সময় বক্তব্য রাখেন মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব, সাজ্জাদুর রহমান, মো. মাহাজারুল ইসলাম, শামীম আহমেদ, এইচ এম শাহীন, মো. আতিকুর রহমান, মো, শহিদুর রহমান প্রমুখ।
পরে এডাব মৌলভীবাজার জেলা শাখার ২০২৫/২৮ নতুন কমিটি ঘোষণা করা হয়।
তিন বছর মেয়াদের কমিটিতে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদকে সভাপতি ও সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেবকে পুনরায় সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।