প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭:০৮
ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ফরিদগঞ্জ উপজেলা সদরের থানার অদূরের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল সাটার খুলে দোকানের ভেতরের সিন্দুক থেকে প্রায় শত ভরি স্বর্ণা ও রূপা নিয়ে গেছে বলে দাবি করেছে দোকানের মালিক মন্টু কর্মকার। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দিনগত রাতে ঘটে।
|আরো খবর
দোকানের মালিক মন্টু কর্মকার জানান, তিনি প্রতিদিন সন্ধ্যার কিছু সময় পর বাড়ি চলে যান। রাতে দোকান বন্ধ করেন তার মামা তপন কর্মকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে তার পার্শ্ববর্তী দোকানদার ফোন করে জানায়, ভেতরের সার্টার খোলা। সিন্দুক ভেঙ্গে স্বর্ণ রূপাসহ প্রায় শত ভরি অলংকার নিয়ে গেছে ।
স্কুল শিক্ষক ও মালিকের মামা তপন কর্মকার জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকানের সকল তালা মেরে বাড়ি চলে যান। প্রতিদিন তিনিই দোকান বন্ধ করেন। সকালে খবর পেয়ে এসে দেখেন দোকানের ভেতরের দিকের সার্টার খোলা, ভেতরে গিয়ে সিন্দুকসহ সকল কিছু ভাঙ্গাচুরা।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্তাধীন। (বিস্তারিত পরবর্তীতে)